উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পর এবার চলে গেছেন বাংলা গানের স্বর্ণকন্ঠী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও গায়ক-সুরকার-অভিনেতা-রাজনীতিবিদ বাপ্পি লাহিড়ি। ‘আই এম এ ডিস্কো ডান্সার’ গানটির কথা মনে পড়লেই চোখের সামনে উদ্ভাসিত হয় বাপ্পি লাহিড়ির নাম। সন্ধ্যার সুরেলা কণ্ঠের ঝলকে উপস্থিত শ্রোতারা লহমায় ফিরে যান অতীতে। সুরের ঐশ্বর্য সঙ্গে নিয়েই বিদায় নিলেন বাপ্পি ও সন্ধ্যা। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি, ২০২২(বাসস ডেস্ক) : প্রয়াত হলেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী।
তার বয়স হয়েছিল ৬৯ বছর। নিউজ এজেন্সি পিটিআই জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই শিলাপী। মঙ্গলবার রাতে জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে লাহিড়ীর মৃত্যু হয়।
পিটিআইকে হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, “লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাড়িতে ডাকেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ’র (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে তিনি মারা যান।