1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নামছে না বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরই। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি তাই কাগজ কলমের হিসেবে বাংলাদেশের জন্য নিয়মরক্ষার ম্যাচ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় এই ম্যাচটি নিয়ে খুব একটা ভাবনা নেই বাংলাদেশের। সে কারণেই গুরুত্বহীন শেষ ম্যাচটির আগে দলীয় অনুশীলনটাও করেননি জাতীয় দলের ক্রিকেটাররা।

অনুশীলনে না নামার আরও একটি কারণ আছে। সেটি হলো অনুশীলনের জন্য উপযুক্ত মাঠের অভাব আর বৃষ্টির আশঙ্কা। ইতোমধ্যেই শ্রীলঙ্কা-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই ম্যাচে জয়ী দলের ভারতের সঙ্গী হয়ে ফাইনালে ওঠার কথা রয়েছে।

বাংলাদেশের এই ম্যাচটিতে হারানোর কিছু নেই। বাস্তবিকপক্ষে পাওয়ার কিছু না থাকলেও একেবারেই যে কিছু নেই সেটা বলা যাবে না। কেননা ম্যাচটিতে জয় পেলে এশিয়া কাপের মিশনে প্রাপ্তির খাতায় যোগ হবে ভারত বধের কথা। আর সেটিই হবে বাংলাদেশের সান্ত্বনার প্রাপ্তি।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করে শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি