1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

ভারতে নির্মাণাধীন টানেল ধস : শেষের পথে উদ্ধার অভিযান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন টানেল ধসের ঘটনায় আটকে পড়া ৪১ শ্রমিককে বের করে আনতে উদ্ধার অভিযান আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টায় শেষ হবে। এমনটি জানিয়েছেন উদ্ধার কাজে নেতৃত্বদানকারী সংস্থা জাতীয় দুর্যোগ রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ওই শ্রমিকদের কাছাকাছি পৌঁছে গেছেন তারা। ঘটনাস্থলে ৪১ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। খবর এনডিটিভি।
জজিলা টানেল প্রকল্পের প্রধান ও উদ্ধারকারী দলের সদস্য হারপাল সিং জানিয়েছেন, উদ্ধারকর্মীরা গ্যাস-কাটার ব্যবহার করে স্টিল কেটে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে আনতে সক্ষম হবে। আটকে পড়া কর্মীদের কাছ থেকে ছয় মিটার দূরে আছি। বুধবার রাতে তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬৭ শতাংশ ড্রিল সম্পন্ন হয়েছে।
এর আগে গত বুধবার উদ্ধার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাদের বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এসব শ্রমিকদের বের করে নিয়ে আসা সম্ভব হবে। গত ১২ নভেম্বর ৫ কিলোমিটার লম্বা টানেলটির একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে আটকা পড়েন ৪১ শ্রমিক।
টানেল ধসের কয়েক ঘণ্টা পরই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। এরপর সরু পাইপের মাধ্যমে তাদের খাবার, অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।
শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হলেও, বাইরে থাকা তাদের আত্মীয়-স্বজনরা এখনো উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। অবশ্য, গত সোমবার (২০ নভেম্বর) তারা কিছুটা স্বস্তি পান। এদিন একটি অ্যান্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে শ্রমিকদের দেখা যায়।
বুধবার থেকে টানেলে নতুন করে আবারও ড্রিলিং শুরু হয়। এদিন সারাদিনে প্রায় ৩৯ ফুট ড্রিল করা হয়। উদ্ধারকারীদের পরিকল্পনা হলো— সেখানে একটি পাইপ ফিট করা। যে পাইপ দিয়ে শ্রমিকরা বের হয়ে আসবেন।
প্রসঙ্গত, গত ১২ দিন ধরে আটকে থাকা এসব শ্রমিকদের উদ্ধারে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছেন উদ্ধারকারীরা। এখন সব পরিকল্পনা মাথায় রেখেই চলছে উদ্ধার অভিযান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি