বাজার থেকে দুই হাজার রুপির সব নোট প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো ব্যাংকে গিয়ে দুই হাজার রুপির নোট জমা দিতে হবে। এর পরিবর্তে সমমূল্যের অন্য নোট নিতে পারবেন দেশটির নাগরিকরা।
বর্তমানে ভারতের বাজারে ৬ দশমিক ৭৩ লাখ রুপির সমপরিমাণ দুই হাজার রুপির নোট রয়েছে। এসব নোটের ৮৯ শতাংশই ছাপা হয়েছিল ২০১৭ সালে। নোটগুলোতে যে কাগজ ব্যবহার করা হয় তার আয়ুষ্কাল ৪ থেকে ৫ বছর। সেই হিসেবে অধিকাংশ নোটেরই আয়ু শেষ পর্যায়ে।
এর আগে, ২০১৬ সালের শেষ দিকে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করেছিল ভারত সরকার। এর সাত বছরের মাথায় এবার দুই হাজার রুপির নোট তুলে নেওয়া হচ্ছে।