1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানি শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দুদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও দেশে আসা শুরু করেছে ভারতে আটকে থাকা আলু, পেঁয়াজ ও অন্যান্য আমদানি পণ্য।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে এ আমদানি কার্যক্রম শুরু হয়।

তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে।

এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হন। ফলে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে পুনরায় বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে এখনও আলু আমদানি হয়নি।

সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান সাখাওয়াত হোসেন শিল্পী।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিক টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিক টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি