এডভোকেট জসিম উদ্দীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারে ভারী বর্ষণে কলাতলী হোটেল জোন সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পাহাড় ধ্বসে নাজমুল হাসান (০৬), পিতা-সাইফুল ইসলাম, সিকদার পাড়া রুমালিয়ারছড়া, ভোর ৫টা ৩০ মিনিটে ও জমিলা আক্তার (৩০), পিতা- আবদুল করিম, পল্লান কাটা, ০৬ নং ওয়ার্ড পৌরসভা, কক্সবাজার ২জনই মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেন। এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেন এই ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং জেলা প্রশাসন মাইকিং করে পাহাড়ে যারা বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন। এদিকে আস্তে আস্তে বৃষ্টির পানি নেমে যাওয়ার ফলে রাস্তা ঘাট কাদায় কাদায় পরিপূর্ণ হওয়ায় এলাকাবাসীকে অবর্নণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ পানি ও কাদা অপসারণের জন্য কাজ শুরু করেছেন। অতিবর্ষণের ফলে রাজারকুল, মনিরঝিল সেতু ভাঙ্গনে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি আরো ২/৩ দিন স্থায়ী থাকতে পারে।