ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) অন্য সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ দলকে।
এফটিপিতে টাইগারদের ম্যাচ বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অবশ্যই আইসিসিতে বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়। এর পেছনের কারণ বোর্ড না, পারফরম্যান্স। ক্রিকেট যেহেতু ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ দেখাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে পাপন বলেন, আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইত। তাদের দেশে নিতে চাইত না। ওরা ধরে নিত দর্শকরা বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমাদের এখানে আসতে চায় না, ওদের দেশে ডাকছে। এটা ইতিবাচক সংকেত। আমরাও শিখতে পারব, আমাদের জন্যও ভালো হবে। আমরা তো বাইরে গিয়ে এত খেলা খেলিনি।
এফটিপি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দল সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই চার বছরে বাংলাদেশ খেলবে ৫১টি টি-টোয়েন্টি আর ৩৪টি টেস্ট ম্যাচ। সবমিলে চার বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।