1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ভুয়া ই-কমার্স সাইট খুলে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ই-কমার্স সাইট ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে আল ইমরান জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তার আল ইমরান জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন বলেন, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেজ খোলা হয়। এর মাধ্যমে এক প্রতারক চক্র সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা করে। মামলাটি তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তার ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্র শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশ ভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কেনে। এরপর robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি। ভোক্তাদের বিভ্রান্ত করতে Robi Bangladesh নামে একটি ফেসবুক পেজও তৈরি করে চক্রটি।

মো. আরিফুল হোসেইন তুহিন আরও বলেন, সাধারণ মানুষ এই ওয়েবসাইট ও ফেসবুক পেজকে আসল রবিশপের মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পরিশোধ করত। ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতো। নিজেদের আড়াল করার জন্য প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের হেল্পলাইন নম্বর হিসেবে অনলাইন টেলিফোন সার্ভিস ব্রিলিয়ান্টের একটি নম্বর সরবরাহ করত। এ ছাড়া বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা robishoper.com ওয়েবসাইটে দাপ্তরিক একটি ঠিকানাও দিয়েছিল। গ্রেপ্তার আল ইমরান জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি