ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে এই নৌকাডুবে তাদের প্রাণ গেল। সেখান থেকে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এবিসি অস্ট্রেলিয়ার।
তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, শনিবার ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশির ভাগই বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। এটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুওয়ারা থেকে যাত্রা করেছিল। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
এবার জানা গেল নিখোঁজ সবাই মারা গেছেন।