রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে ভেজাল খাদ্য ও অনুমোদন না নিয়ে বৈদ্যুতিক তার উৎপাদন ও বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত থেকে শুক্রবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালায় র্যাব-১০-এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
শুক্রবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, র্যাব-১০ এর অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় দেখা যায়, ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করা করা হচ্ছে। এ অপরাধে ফাহিম ক্যাবলসকে নগদ ৫ লাখ টাকা, এমএস আলম স্টোরকে নগদ দুই লাখ টাকা, মৃধা ফুড ইন্ডাস্ট্রিকে দুই লাখ টাকা ও হাবিবা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক তিন লাখ টাকা মূল্যের প্রায় এক হাজার ৩৯৩ কেজি বৈদ্যুতিক তারের পাশাপাশি ভেজাল খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়।
এএসপি এনায়েত কবির জানান, বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করছিল।