1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

ভোজ্যতেলে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়ল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মাঝে দেশে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সয়াবিন ও পামওয়েল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন করে (ভ্যাট) ছাড় দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দিকে গত বছরের ৩০ জুন পর্যন্ত এই সময় নির্ধারণ করা হলেও পরিস্থিতি বিবেচনায় ভ্যাট ছাড়ের মেয়াদ পরে দুই দফায় বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় আরও এক দফায় ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা পৃথক আদেশে সোমবার (২ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের প্রস্তাবকে আমলে নিয়ে আগামী রমজানে ভোক্তাদের বাড়তি দামের বোঝা কমাতে আবারও চার মাস এই ভ্যাট ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে এনবিআর।
সদ্য শেষ হওয়া ২০২২ এর মার্চ নাগাদ আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যের অস্থিরতা দেখা দিলে দেশের বাজারে এর দাম সহনীয় রাখার উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত/অপরিশোধিত পাম অয়েলের আমদানিতে শুধু ৫ শতাংশ বহাল রেখে সমুদয় অন্যান্য ভ্যাট প্রত্যাহার করে এনবিআর।
প্রথম দফায় এ নির্দেশের মেয়াদ ওই বছরের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে গত ৩ জুলাই প্রথম দফায় ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এরপর সেই সুবিধার মেয়াদ আবার তিন মাস বাড়িয়ে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সবশেষ ফের চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ল ভ্যাট ছাড়ের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি