দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির গণতন্ত্রমনারা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আনিসুল হক টানা তৃতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক নীতি নিয়ে আমার উচ্চ ধারণা নেই। সেক্ষেত্রে আমি বলব বিএনপির মধ্যে গণতন্ত্রমনা যারা আছেন, তারা নির্বাচনে না এসে অবশ্যই ভুল করেছেন। কারণ জনগণের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি।
তিনি বলেন, সারাদেশে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। এর মানে জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সেটাই প্রমাণিত হচ্ছে।
ভোটের দিনেও বিএনপির হরতাল ডাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানুষ গাড়িতে ও রিকাশায় চড়ে ভোট দিতে আসছেন। হরতাল হলে তো এগুলো বন্ধ থাকার কথা। এর মানে হলো জনগণ এই হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।