আশিকুর রহমান শান্ত, ভোলা: খেলাফত মজলিস ভোলা সদর উপজেলার উদ্যোগে তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় ভোলা জেলা পরিষদ হল রুমে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছাবেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা মোঃ আবু জাফর আব্দুল্লাহ। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, খেলাফত মজলিস ভোলা জেলার
সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ অধ্যক্ষ মোঃ সালেহ উদ্দিন, আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ তৈয়্যবুর রহমান, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ সামছুল আলম চৌধুরী, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আসাদুল্লাহ, বায়তুল মাল সম্পাদক মাওঃ শিব্বির আহম্মদ ওসমানী, ভোলা পৌরসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ভোলা জেলা শাখা সভাপতি মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলতে হবে। তারা আরোও বলেন, রোযাকে আল্লাহ ফরয করেছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াই হল সুন্দর সমাজ, আদর্শ রাষ্ট্র ও বৈষম্যহীন জীবনব্যবস্থার একমাত্র মাধ্যম। মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হলে সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস, জুলুম, দূর হবে। তারা বলেন ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামী খেলাফতই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই আসুন, এই মাহে রমজানে আত্মশুদ্ধির পাশাপাশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।