ভোলা প্রতিনিধি : ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ইলিশা জংশন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুসের মোটরসাইকেলের সমর্থক ও আলহাজ্ব মোশারেফ হোসেনের আনারস মর্কার সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের সমর্থনে বাজারে মিছিল করে। এক পর্যায়ে মিছিল কারীরা ফেরী ঘাট এলাকায় মুখোমুখি অবস্থানে আসলে উভয় গ্রুপের মধ্যে উত্তজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সহ উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্ত ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একটি নির্বাচনী অফিস, প্রচারের অটোরিকশা ভাংচুর করে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ফেরী ঘাটে অপেক্ষমান আন্তঃজেলার কয়েকটি মালবাহী ট্রাক ভাংচুর করে। আহতদের অধিকাংশই নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এরশাদ(৩৫) মূমুর্ষু অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়।
এ ঘটায় পুলিশের ভোলা সদর সার্কেল রিপন কুমার সরকার জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।