1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ভোলায় বিচারকদের নিয়ে ‘শিশু আইন ২০১৩’ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষনের সমপণী অনুষ্ঠিত

মোঃআলাউদ্দিন জেলা প্রতিনিধি ভোলা
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ভোলায় বিচারকদের নিয়ে সেক্টরাল ট্রেনিং শিশু আইন, ২০১৩বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষনের সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে ইউনিসেফ এর সহযোগিতায় ও স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিল্ড্রেন (এসএআরসি) প্রকল্প এর আয়োজনে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষন শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচ এম মাহামুদুর রহমান।

এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল) মোঃ আনোয়ারুল হক,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, আইন ও বিচার বিভাগ ও জাস্টিস ফর চিলড্রেন এসএআরসি প্রকল্প প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম সহ অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের বিচার করতে হবে একমাত্র শিশু আইনে। অন্য কোনো আইন প্রয়োগ করা যাবে না।’
শিশু আইনে বলা আছে, নয় বছরের নিচে কোনো শিশু অপরাধ করতেই পারে না। তাকে আটক করা বা তার বিরুদ্ধে মামলা দেওয়া সম্পূর্ণ বেআইনি হবে।
শিশুরা কেন অপরাধে জড়াচ্ছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিশুর বিচার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।
বক্তরা আরো বলেন,ভ্রাম্যমাণ আদালতের আওতায় কোনো শিশুকে আনা যাবে না। যদি বিশেষ কোনো বিষয় থাকে, তাহলে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি