ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংকটের কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড। করোনার কারণে সারা বিশ্বে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, এরই প্রেক্ষিতে দফায় দফায় অর্থনীতি সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এর আগে ২০০৯ সালে সবচেয়ে বেশি সংকুচিত হয়েছিল বিশ্ব অর্থনীতি। আঙ্কটাড বলছে, পর্যটন, যোগাযোগ আর ভ্রমণ খাতই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে মহামারিতে। করোনার কারণে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে। এদিকে গত ৮ দশকের মধ্যে চলতি বছর সবচেয়ে ভয়াবহ মন্দার মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এমনই পূর্বাভাস দিয়েছে জাতিসংঘরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বিশ্বের সব মানুষকে মহামারি এবং মহামারি পরবর্তী সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।