রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পেয়ে কোথাও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহের খবরে এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।
রাশিয়ার পরিস্থিতিকে পুরোপুরি ‘অরাজক অবস্থা’ বলে আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ক্রেমলিনের ব্যক্তিকে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছেন। আমি নিশ্চিত তিনি মস্কোয় নেই।
জেলেনস্কি আরও বলেন, এই হুমকি তিনি নিজেই তৈরি করেছেন। যত কুচক্রী, ক্ষয়ক্ষতি, বিদ্বেষ সব তার নিজের ছড়ানো। আজ বিশ্ব দেখলো রাশিয়ার নিয়ন্ত্রণে কিছুই নেই। রুশ সেনারা যত দীর্ঘ সময় ইউক্রেনে থাকবে ততই ধ্বংসপ্রাপ্ত হবে রাশিয়া।