দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। আগামীকাল (মঙ্গলবার) সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।
আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে এই কর্মসূচির ঘোষণা দেন এই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকাল ৩টা থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান।
এর আগে বিকাল ৪টার পর থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর লাঠি-সোটা নিয়ে হামলা করে। হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।