রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও রড, হকিস্টিক, স্টিলের পাইপ, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।সোমবার মধ্যরাতে শহিদ সোহরাওয়ার্দী ও মাদার বখস হলের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যাতে কোন ঝামেলা না হয়। সেজন্য পুলিশ প্রশাসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ নেতাকর্মী নিয়ে শহিদ সোহরাওয়ার্দী হলে প্রবেশ করেন। পথে হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতা আতিকুর রহমানের সঙ্গে দেখা হয়।
আতিকুরের অভিযোগ, নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে হলে প্রবেশ করেন এবং আমাকে হত্যার হুমকি দেন। হলে হাত-পা ভেঙে ফেলতে চান। তখন আমি হলের বাইরে আসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেড়টা থেকে মাদার বখস হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড় হতে থাকেন। তারা রড, লাঠিসোঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ঘটনাস্থলে আসেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক পারভেজ বলেন, প্রশাসনের নির্দেশনা অনুসারে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।