শেখ আলী হোসেন রনি,ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি: ২৭,তারিখ সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দ দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী বেতন বৈষম্য ও প্রাপ্য বেতন বৃদ্ধি আদায়ের দাবিতে মানববন্ধন করেন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা কর্মচারীদের পক্ষের সমন্বয়ক মোঃ মনিরুজ্জামান মনির (পরিবহন ও যান্ত্রিক শাখা)মোঃএনামুল হক আইনাল(বাজার শাখা)শেখ শরীফ কাউন্সিলর কক্ষ (সাধারণ শাখা)সাহেদ আলী(বর্জ্য ব্যবস্থাপনা শাখা)আবুল হাসেম(বিদ্যুৎ শাখা)নূর মোহাম্মদ রঞ্জু(বিদ্যু শাখা)আতিকুল ইসলাম রিপন(প্রকৌশল শাখা)মনিরুল ইসলাম মনির(কর শাখা)আব্দুর রহমান সুরুজ(স্বাস্থ্য শাখা)মাহবুবুল মিয়া রাসেল(লাইসেন্স শাখা)আবু হানিফ (আঞ্চলিক কার্যালয়-২ কর শাখা)সাদ্দাম হোসেন (আঞ্চলিক কার্যালয় ৩ কর শাখা) সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে দাবি উত্থাপন করেন।
দাবী সমূহঃ-
১.দেশের ১২টি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে বেতন দিতে হবে।
২.সকল দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত কর্মচারীদেরকে মাস্টার রোল করতে হবে।
৩.চলতি মাস হইতে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে।
৪.বছরে দুটি উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা দিতে হবে।
৫.যাদের চাকরির বয়স রয়েছে তাদের চাকুরীর স্থায়ীকরণ করতে হবে।
৬.যারা দীর্ঘদিন যাবত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত অবস্থায় বয়স শেষ হয়ে গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে আত্মীকরণ করণ করতে