1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল দেখলেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ইউএস-আফ্রিকা সামিটে অংশ নিতে আফ্রিকান দেশগুলোর নেতারা এখন যুক্তরাষ্ট্র। এ সম্মেলনের মধ্যেই কাতারে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে মরক্কো।
প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া আফ্রিকার দেশ মরক্কোর এ খেলা দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচের সঙ্গে বসে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেমিফাইনাল খেলার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ইউএস-আফ্রিকা সামিটে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাইডেন।
বক্তব্যে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আমি জানি আপনি নিজেকেই কথাগুলো বলছেন। দ্রুত শেষ করুন বাইডেন; সেমিফাইনাল খেলা শুরু হবে।’
ওই সময় আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয়ায় মরক্কোকে অভিনন্দনও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বক্তব্যের পর মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচসহ আফ্রিকার অন্যান্য নেতাদের সঙ্গে বসে ওয়াশিংটন কনভেনশন সেন্টারে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল দেখেন বাইডেন। এ ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি