জনগণের অভিযোগের প্রেক্ষিতেই মসজিদে মাইকের আওয়াজ কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। আজানের শব্দ কমানোর বিষয়ে এমন ব্যাখ্যা দিলো সৌদি আরব।
গত সপ্তাহে মসজিদের মাইকে আওয়াজ কমানোর নির্দেশ দেয় সৌদি সরকার। লাউডস্পিকারের ক্ষমতার সর্বোচ্চ এক-তৃতীয়াংশ ব্যবহার করা যাবে আজানের সময়। এমনকি আজানের পর মাইক বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। রক্ষণশীল দেশটিতে এ নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। বিষয়টিকে ধর্মীয় চর্চায় হস্তক্ষেপ বলেও অভিহিত করেন অনেকে।
এ অবস্থায় সোমবার সৌদির ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ বলেন, যারা নামাজ পড়েন তারা আজান শোনার অপেক্ষায় থাকেন না। শিশু ও অসুস্থদের ঘুমের সমস্যা হয় এমন অভিযোগের কারণে মাইকের শব্দ কমানোর নির্দেশনা বলেও জানান তিনি।