মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা রিপোর্টার : শনিবার সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে এ কথা বলেন তিনি।
এর আগে হেলিকপ্টারযোগে জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপচারিতার একপর্যায়ে বলেন আবু সাঈদ একজন মহাকাব্যের মহানায়ক।