মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মো. রবিউল বয়াতি (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চর কয়ারিয়া লঞ্চঘাট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল বরিশালের গৌরনদী উপজেলার পৌরসভার তিখাসার এলাকার রুস্তম বয়াতির ছেলে।
কালকিনি থানা পুলিশের সূত্র জানায়, শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে মাদারীপুরের কালনিনি যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠে বরিশালের রবিউল। সঙ্গে নেন মাদকের বড় একটি চালান। রবিউলের বহন করা মাদক কালকিনির কয়ারিয়া লঞ্চঘাটে পাইকারি বিক্রি হ”েছ। এমন সংবাদের কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আইচের নেতৃত্বে লঞ্চঘাটে গোপনে অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদকের পাইকারী বিক্রেতা ররিউলকে আটক করা হয়। এ সময় রবিউলের কাছে মাদক কিনতে আসা ব্যবসায়ী রনি হাওলাদার পুলিশের উপ¯ি’তি টের পেয়ে নদীতে ঝাঁপিড়ে পড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল এক লাখ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ সম্পর্কে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আইচ বলেন, গ্রেপ্তার রবিউল একজন পাইকারি মাদক বিক্রেতা। তিনি ঢাকা থেকে মাদকের বড় এক একটি চালান কিনে লঞ্চযোগে বিভিন্ন ¯’ানে পাইকারি বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ মাদক ব্যবসা করে যা”িছলেন। কয়ারিয়া লঞ্চঘাটে রবিউল রনির কাছে মাদক বিক্রি করতে আসে। কিš‘ রনি পুলিশের উপ¯ি’তি টের পেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় রনি ও রবিউল দুজনের নামেই কালকিনি থানায় মাদক আইনে মামলা হয়েছে।’