মাদারীপুর জেলা প্রতিনিধি:
সরকারী স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবীতে মানববন্ধন করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে দাবী না মানা হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন আইনজীবীরা।
আইনজীবীরা জানান, করোনার প্রভাব বেড়ে যাওয়ায় সরকারের বেঁধে দেয়ার লকডাউনের কারণে মাদারীপুরে আদালতে ভার্চুয়াল মাধ্যমে কোর্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে সাধারণ মানুষ স্বাভাবিক আইনীসেবা থেকে কিছুটা বাধাগ্রস্থ্য হচ্ছে। ফলে স্বাস্থবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবী করে আসছেন তারা। গেলো ২ জুন নিয়মিত কোর্ট চালুর দাবীতে মানববন্ধন করা হলে আজোও তা বাস্তবায়ন করা হচ্ছে না। তাই বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে মানববন্ধন করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবাইদুর রহমান খান, সাবেক সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. বাবুল আখতার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া, আইনজীবী সাইফুল কবীর, এ্যাড. রফিকুল ইসলাম শামীম,সাইফুর রহমান চুন্নু,গুলজার আহমেদ চিশতি, সাইফুল শরীফ, জালালুর রহমান প্রমুখ। তারা অবিলম্বে স্বাস্থবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবী করেন। অন্যথায় এর ব্যবতায় হলে আগামীতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তরা।