সালাউদ্দীন আহমেদ, ঢাকা: দেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ও কমিটি গঠন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর (শনিবার) ঢাকার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন মেট্রো লাউঞ্জ মিলনায়নে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, মোঃ অহিদুর রহমানসহ মোঃ আজিজুল হক খোকন, মোঃ জাকির হোসেন, মোঃ ইকবাল হোসেন, সৈয়দ লিয়াকত আলী প্রমুখ। সভায় দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করা হয়। সাধারণ সভায় শেষে মোঃ লিয়াকত আলীকে সভাপতি ও মোঃ অহিদুর রহমানকে মহাসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যরা হলেন সভাপতি মোঃ লিয়াকত আলী, কার্যকরী সভাপতি মো: আজিজুল হক খোকন, কবির আহমেদ, মো: জাকির হোসেন, মোঃ ইকবাল হোসেন, সৈয়দ লিয়াকত আলী, সহ-সভাপতি শহীদুজ্জামান, গোলাম মোস্তফা, মো. গোলাম রসুল, মহাসচিব মো: অহিদুর রহমান, যুগ্ম-মহাসচিব মো: শাহজাহান আলী, মোঃ আরিফ হোসেন, মোঃ নুরুজ্জামান, আব্দুল মোন্নাফ আকন্দ, মোঃ শাহা উদ্দিন, সাংগঠনিক সম্পাাদক মো: সোহরাব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, অর্থ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদ জামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, আইন সম্পাদক রাশিদুল হাসান বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ্জোহরা, সদস্য মো: আশরাফুল ইসলাম, মোনাজের রশিদ টিটু, মোঃ বেলায়েত হোসেন অপু, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাজ্জাত হোসেন।