প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপনের দাবি করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের গবেষণা প্রতিষ্ঠান নিউরালিংক। প্রতিষ্ঠানটি স্নায়ু ও ব্রেন সংক্রান্ত গবেষণা করে থাকে।
প্রাথমিক ফলাফলে নিজেদের সফল দাবি করে প্রতিষ্ঠানটি বলছে, যার মাথায় চিপটি বসানো হয়েছে তিনি সুস্থ আছেন এবং চিপ সঠিকভাবে কাজ করছে। খবর বিবিসি।
নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এ তথ্যটি শেয়ার করেছেন। তিনি বলেন, ‘গতকাল একজনের মস্তিষ্কে নিউরলিংক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’ মাস্ক বলেন, ‘প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলো ভালোভাবে নজর রাখছে এই চিপ।’ গেল বছর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাদের মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দিয়েছে। এরপর এবারই প্রথম মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো হয়েছে।