ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার।
আজ রোববার (১ অক্টোবর) সকালে তিনি মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। ঢাকায় তিনি কনস্যুলার বিষয়ে আলোচনা করবেন সরকারি কর্মকর্তাদের সঙ্গে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, রেনা বিটারের সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে দেশটির গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।
সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন রেনা বিটার।