1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আরবাজ খান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

একসময় বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন আরবাজ খান এবং মালাইকা আরোরার। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন। প্রেম করেই ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

আরহান খান নামে এক পুত্রও আছে তাদের। সেই সংসার আচমকাই ভেঙ্গে গেল ২০১৭ সালে।

নানা কারণে ব্যক্তিগত জীবনে ধীরে ধীর তিক্ততা আসতে শুরু করে তাদের মধ্যে। তাই বিচ্ছেদের পথে হাঁটেন প্রাক্তন তারকা দম্পতি। বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন এই দম্পতি। ছেলের দায়িত্ব দুজনেই নিয়েছেন।
.
মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এক সাক্ষাৎকারে সম্প্রতি মুখ খোলেন আরবাজ। সেখানে জানান, ২০০২ সালে জন্ম তাদের একমাত্র ছেলে আরহানের। তার মায়ের সঙ্গে বিচ্ছেদ খুব খারাপ বিষয় ছিলো বলে দাবি করেন তিনি।

এই অভিনেতা-পরিচালক বলেন, ‘আমার ছেলে আরহানের জন্য এটি একটি কঠিন পদক্ষেপ ছিল। যদিও সেই সময়ে মালাইকার থেকে আলাদা হওয়া আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’

মালাইকার জীবনে না থাকলেও তিনি সবসময় একমাত্র ছেলের আরহানের পাশেই রয়েছেন বলে জানান। আরবাজ বলেন, ‘এখন মালাইকা আমার সঙ্গে নেই। কিন্তু আজও আমি আমার ছেলের জন্য সবসময় প্রস্তুত। আরহানের হেফাজত মালাইকার কাছে থাকতে পারে, তবে আমি ওর কাস্টডি পাওয়ার জন্য কখনও লড়াই করিনি। কারণ আমার বিশ্বাস, একজন মায়ের চেয়ে ভালো করে তার সন্তানকে আর কেউ বড় করতে পারে না। এই অবস্থায় আরহানের লালন-পালন নিয়ে কোনো প্রশ্নই তুলেতে পারি না।’

তাদের বিচ্ছেদের সময় আরহানের বয়স ছিল মাত্র ১২ বছর। তাই বিষয়টা আগে থেকেই সবটা বুঝতে পেরেছিল তাদের ছেলে, জানান অভিনেতা। আরবাজের কথায়, ‘আমাদের বিবাহ বিচ্ছেদ ওর কাছে অবার হওয়ার মতো কিছু ছিল না। আসলে, বাবা-মায়ের মধ্যে কী টানাপোড়েন চলছে, তা তাদের সন্তানরা প্রথম জানতে পারে। তাই আরহানের পক্ষেও এটা তেমন বড় বিষয় ছিল না।’

উল্লেখ্য, ১৮ বছরের দাম্পত্যে ইতি টানার পর অভিনেতা অর্জুন কাপুরকে ডেটিং শুরু করেন মালাইকা আরোরা। অন্যদিকে, ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে আরবাজ খানের সম্পর্ক নিয়েও চর্চার শেষ নেই।

মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই নাকি জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ। বলিউডে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি