কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শনিবার (২৫ নভেম্বর) টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন।
আটক পাচারকারীরা হলেন মো. ইয়াছিন (২৩), মো. জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। তাদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং বাকি তিনজনের বাড়ি টেকনাফে।
মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে চার লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
সমিরা খাতুন নামক এক তরুণী বলেন, তার বিয়ে ঠিক হয়েছে মালয়েশিয়ায়। বিয়ে করতেই তিনি মালয়েশিয়া যাচ্ছেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক চার দালালের মধ্যে তিনজনের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।