মানসিক ভারসাম্যহীন এক নারী।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে এ সন্তানটি প্রসব করে শাবনূর। তবে সন্তানটির বাবা হয়নি কেউ। এখন শাবনূর ও তার মেয়ে বাস কাউন্টারের সামনের চকলেট বিক্রেতা নাসিমার তত্ত্বাবধানে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা উঠার পর মানসিক ভারসাম্যহীন শাবনূর কারও সাহায্য ছাড়াই সন্তান প্রসব করে। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদের উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করায়। নাসিমা জানান, শাবনূর ও তার মেয়ে সুস্থ আছে।
তিনি আরও বলেন, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে মানসিক ভারসাম্যহীন শাবনূরের আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি। ২ বছর যাবত শাবনূর শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনধারণ করছে।