রাজধানীর মিরপুরে গত ২১ শে সেপ্টেম্বর প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনসহ চারজনের মৃত্যু হয়। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন। সেই শিশুটি বেঁচে আছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পানির মধ্যে ডুবে থাকা একটি শিশুর পা ধরে টেনে তোলেন। দেখে শিশুটির বয়স ৬-৭ মাসের মত বলে ধারণা করা হয়। তাকে টেনে তোলার পর আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটিকে উদ্ধার করা এক নারী জানান জানান, চিকিৎসকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি দেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে শিশুটি তার দাদা মোঃ নাসিরের কাছে রয়েছে। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রধান প্রতিবেদক এবং কলকাতা টিভি বাংলাদেশ ব্যুরোর প্রতিনিধি এবং বঙ্গবন্ধু শিশু একাডেমি ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক সাংবাদিক মুস্তাকিম নিবিড় মিরপুর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর অপারেশন এবং এসআই নেলসনের সহায়তায় দূর্ঘটনায় পিতা মাতা হাড়ানো শিশু হোসাইনের দাদা নাসিরের সাথে যোগাযোগ করে, এবং তার দাদা নাসির কে শিশু হোসাইনের সুচিকিৎসা এবং খাবারে জন্য আর্থিক সাহায়তা করেন, নাসির হোসাইনের নম্বর (০১৭৫৪৭১৬৬৮১)। সাংবাদিক মুস্তাকিম নিবিড় শিশুটির অভিভাবক নাসির কে শিশু হোসাইনের সার্বিক সহায়তা এবং ভরনপোষনের আশ্বাস দেন, এবং তাকে আরও আস্বস্ত করেন তারা যদি হোসাইনের দায়িত্ব নিতে অপারগ হয় সে ক্ষেত্রে সাংবাদিক মুস্তাকিম নিবিড় এতিম শিশুটির দায়িত্ব নিতে ইচ্ছুক।