মোঃ মনির হোসেন : রাজধানী মিরপুর বেড়ীবাঁধ সংলগ্ন গড়ান চটবাড়ী এলাকায় গতকাল ১১ই মে সকাল ৭.০০ টায় বৃষ্টির মধ্যে বজ্রপাতে এ্যাডভান্স অটোমোবাইলস্ নামের একটি গাড়ীর এসির ওয়ার্কসপে ভারী বজ্রপাতে গ্যারেজটিতে আগুন লেগে যায়।
নিকটস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিটের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটি পিক-আপ গাড়ী,যার রেজিস্টেশন নং ঢাকা মেট্রো – ন – ১১- ৫০৯০, গ্যারেজের মালামাল সহ ওয়ার্কসপটি পুড়ে ছাই হয়ে যায়। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সময় মত আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হলে আগুন ছড়িয়ে গেলে আশেপাশের ছোট ছোট কারখানা ও বাড়ীঘর গুলোয় আগুন লাগার সম্ভাবনা ছিল। আগুন ছড়িয়ে পড়লে আরো ক্ষতি হতে পারতো তবে একটি পিক-আপ গাড়ী ও গ্যারেজটি ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি, কোন মানুষের ক্ষতি হয়নি সকলে সুস্থ আছে।
গ্যারেজ মালিক আইনুল হক বলেন আমার তিলতিল করে গড়ে তোলা গ্যারেজটি শেষ হয়ে গেল, ধারণা করা হচ্ছে প্রায় ৪(চার) কোটি টাকার ক্ষতি হয়েছে এই ক্ষতি পুশিয়ে নিতে সকলের সহযোগিতা চান আইনুল হক।