আনোয়ার হোসেন মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ১০ নং গোড়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কোদালিয়া গ্রামের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত । পহেলা আগস্ট ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় জলাবদ্ধতা এলাকায় উপস্থিত হন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম আজহার । উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী । ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আজাহার সিকদার। আরো উপস্থিত ছিলেন কোদালিয়া গ্রামের মোঃ হালিম শিকদার, মোঃ ইমারত হোসেন, আব্দুস সালাম মাস্টার ,প্রফেসর আব্দুল বারেক মিয়া, আবুল কালাম আজাদসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ভুক্তভোগীরা চেয়ারম্যান কে বলেন এই জলাবদ্ধতার কারণে বৃষ্টি হলে বাসা বাড়িতে পানি উঠে যায় বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না । জলাবদ্ধতার কারণে পানি পচে মশা, দুর্গন্ধ সৃষ্টি হয়। বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে ।কোদালিয়া রাস্তা দিয়ে দশটি গ্রামের লোকজন আসা-যাওয়া করে তাদের অনেক কষ্ট দুর্ভোগ সহ্য করতে হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জলাবদ্ধতা এলাকার লোকজনের উদ্দেশ্য বলেন অতি অল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করিব এবং মানুষ যাতে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে তাহার সুব্যবস্থা করার জন্য আমার পরিষদের পক্ষ থেকে কাজ করে যাব । আমি সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকিব । চেয়ারম্যান সাহেবের বক্তব্যে এলাকাবাসী খুশি ও আনন্দিত ।