গুটি গুটি পায়ে ৩৫ বছর পূর্ণ করে ছত্রিশের পথে এক পা দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
জন্মদিনের এই শুভক্ষণে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবাল।
বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানও ভারতে বসেই মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, তার সামনের দিনগুলো যেন ভালো যায়।
মুশফিককে মিস্টার ডিপেন্ডেবল আখ্যা দিয়ে এনামুল বিজয় বলেছেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ আপনার কাছ থেকে আরও ভালো উপহার পাক।
ক্রিকেট ও মুশফিক ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
টেস্ট ক্যারিয়ারের ৮০ ম্যাচে ৩৬-এর বেশি গড়ে প্রায় পাঁচ হাজার রান করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে ২৩৩ ম্যাচে তার রানের সংখ্যা ৬৬৯৭, গড় ৩৬.৯৭। টি-টোয়েন্টিতেও ১০০ ম্যাচে প্রায় দেড় হাজার রান করেছেন মুশফিক।