1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

মিয়ানমারের ওপর বাইডেন প্রশাসনের অবরোধ চান মোমেন

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩০ বার দেখা হয়েছে

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি’ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় ড. মোমেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ আরোপের প্রত্যাশা জানান।

পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল অন ফরেন রিলেশন আয়োজিত আরো একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানেও রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি