মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটিতে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। এর মধ্যেই বিক্ষোভ চলছে। তা দমন করতেই এবার নির্বিচারে গুলি চালালো মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরআগে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেয় দেশটির সেনাবাহিনী।
রয়টার্স জানায়, আজ সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সেই সঙ্গে কঠোরভাবে তা দমন করতে শুরু করে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। এ সময় ইয়াঙ্গুনে গুলিতে ৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। মান্দালয়ে গুলিতে প্রাণ গেছে ১৩ জনের।
ইয়াঙ্গুনের দালা নামক উপশহরে স্থানীয় থানার কাছে আজ নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এসব তথ্য নিশ্চিত জানায়। অন্যান্য জায়গা থেকেও নিহতের খবর পাওয়া যায়।
গেল ১ ফেব্রুয়ারি জান্তা সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই সহিংসতা চলছে দেশটিতে। এরআগে সহিংসতায় নিহত হন অন্তত ৩২৭ জন।