বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, সোমবার রাজধানী ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। একে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ বলেছে সরকার। এ সিদ্ধান্ত জানার পরই প্রবাসের বীর যোদ্ধারা বলেছেন, নানা প্রতিবন্ধকতা সত্বেও শেখ হাসিনার এ প্রয়াস একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি সহানুভূতিরই অনন্য প্রকাশ। আর এভাবেই বাংলাদেশের আপামর জনগোষ্ঠির জীবনমানের সামগ্রিক কল্যাণে জাতিরজনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিরব বিপ্লব চলছে, এর পক্ষে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপণকারি বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে রয়েছেন ড. নূরুন্নবী, ড. খন্দকার মনসুর, মেজর মঞ্জুর আহমেদ, গোলাম মোস্তফা খান মিরাজ, রাশেদ আহমেদ, লাবলু আনসার, রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, মোহাম্মদ সানাউল্লাহ, আবু তাহের, ইউসুফ চৌধুরী, হারুন চৌধুরী, আলী হোসেন, এম এ আওয়াল মিয়া, মোহাম্মদ ফারুক হোসাইন, রুহুল আমিন ভ’ইয়া, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, মনির হোসেন, শহীদুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, আব্দুর রাজ্জাক, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান।