বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যোগদান করেছেন ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি। মেসির আগমনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই বেড়ে গেছে পিএসজির অনুসারীর সংখ্যা। সবচেয়ে উল্লেখযোগ্য হারে ফলোয়ার বেড়েছে পিএসজির ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী এখন (১২ আগস্ট সকাল সাড়ে ৯টা) ৪ কোটি ৪৭ লাখ। অথচ এক সপ্তাহ আগেও সংখ্যাটি ছিল ৩ কোটি ৭৬ লাখ। এ কদিনেই ৭১ লাখ ফলোয়ার বেড়েছে এবং সেটা ক্রমাগত বেড়েই চলেছে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও একই ধরনের অবস্থা।
পিএসজির ইনস্টাগ্রাম এখন পড়ে আছে লিওনেল মেসিকে নিয়েই। টানা ১৭টি পোস্টে মেসি ছাড়া আর কেউ ঠাঁই পাননি। ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে ২ বছরের চুক্তিতে প্যারিসে এসেছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। মেসি যেখানে, ভক্তরা সেখানেই তাকে অনুসরণ করবেন- সেটাই তো স্বাভাবিক।