মরণব্যাধি ক্যানসারের চিকিৎসা (কেমোথেরাপি) নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
মঙ্গলবার (৪ মে) সকাল ৮টার দিকে গাঁড়াডোব-আমঝুপি সড়কের আমঝুপি কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার (৬৫) ও তার স্ত্রী সারা খাতুন (৬০)।
আহত মাইক্রোবাসচালক সদর উপজেলার চাঁদবীল গ্রামের রিদুয়ান বাংলানিউজকে জানান, রাস্তাটি খোড়াখুড়ি ও মাটি পড়ে থাকায় পিচ্ছিল ছিলো। কবরস্থানের কাছে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সারা খাতুন। স্থানীয়রা ক্যানসার আক্রান্ত আব্দুস সাত্তারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোমরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই মেজবাহ বলেন, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাজশাহী মেডিক্যাল কলেজে উনার চিকিৎসা চলছিলো। রাজশাহীতে কেমোথেরাপি দিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা।
সদর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছেন।