চলতি বছর এ পর্যন্ত (৪ জুন রাত ২টা) সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৯২৫ জন রয়েছেন। এ পর্যন্ত ৭৮ হাজার ৩২১ জন হজযাত্রীর ভিসা হয়েছে।
আজ রবিবার হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সবশেষ ৩ জুন আলী হোসেন (৬৭) নামের এক ব্যক্তি মক্কাতে মারা যান।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।