1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

মোহনগঞ্জে ধনু নদে জেলের জালে ধরা পড়ল  ৬৬ কেজির বাঘাইর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেএকোনা জেলা প্রতিনিধি ঃনেত্রকোনার মোহনগঞ্জে হোসেন মিয়া (৫০) নামে এক প্রতিবন্ধী জেলের জালে ৬৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।

গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদে এই মাছটি তার জালে ধরা পড়ে।
পরে স্থানীয় লোকজন ওই মাছটি এক হাজার টাকা কেজি দরে ৬৬ হাজার টাকায় কিনে  নিজেরাই খাওয়ার জন্য তা ভাগবাটোয়ারা করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের মৃত দস্তর আলীর ছেলে হোসেন মিয়া শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি জীবিকার তাগিদে সারা বছর  স্থানীয় হাওর-বিল ও নদ-নদীতে নৌকাযোগে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।  এ অবস্থায় শনিবার সকালে প্রতিদিনের ন্যায় জেলে হোসেন মিয়া উপজেলার গাগলাজুর বাজার সংলগ্ন ধনু নদে মাছ শিকারে যান। তিনি যথারীতি নদে জাল ফেলেন। পরে সকাল নয়টার দিকে তিনি জাল টানতে গেলে জালের ভারে তিনি পানিতে পড়ে যান। এসময় আজিজুল হক নামের এক ব্যক্তির সহযোগিতায় জালসহ বড় আকৃতির ওই বাঘাইর মাছটি ধরতে তিনি সক্ষম হন। পরে ওই মাছটি গাগলাজুর বাজারের মৎস্য আড়ৎদার বাতেন মিয়ার মাছ ঘাটে বিক্রির জন্য নিয়ে গেলে বাক্কী মিয়া ও খালেদ হোসেন নামে স্থানীয় দুই মাছ ব্যবসায়ী ওই মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। এসময় স্থানীয় লোকজনের অনুরোধে তারা ওই মাছটি এক হাজার টাকা কেজি দরে ৬৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করে নিজেরাই খাওয়ার জন্য ভাগবাটোয়ারা করে নেন।

এদিকে, খবর পেয়ে বিশালাকৃতির এ মাছটি এক নজর দেখার জন্য এলাকার শত-শত লোক মৎস্য আড়ৎদার বাতেন মিয়ার মাছঘাটে এসে ভিড় জমায়। এক পর্যায়ে স্থানীয় যুবকেরা আনন্দে মাছটি নিয়ে গাগলাজুর বাজার মাছঘাট এলাকায় মিছিল করেছে বলেও জানা গেছে।

প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া বলেন, আমি শারীরিকভাবে অক্ষম হওয়ায় সারা বছর নৌকায় চড়ে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছি। তবে আমার জালে  এতো বড় মাছ ধরা পড়বে তা স্বপ্নেও ভাবিনি।

মাছ শিকারে সহযোগিতাকারী আজিজুল হক বলেন, জালের টানে যখন প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া পানিতে পড়ে যায়। তখন আমি দ্রুত পানিতে নেমে হোসেন ও তার জালে থাকা বাঘাইর মাছটি উপরে তুলে আনি। এই বাঘাইর মাছটি হোসেনের জালে ধরা পড়াতে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।

মৎস্য আড়ৎদার বাতেন মিয়া বলেন, আমাদের হাওর এলাকা এখন আর আগের মতো এতো বড় বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পড়েনা। তবে এ বিশালাকৃতির বাঘাইর মাছটি দরিদ্র প্রতিবন্ধী জেলে হোসেন মিয়া জালে ধরা পড়ায় আমরা খুবই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি