দলবদলের বাজারে গরম খবর, ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপেকে যে করেই হোক নিতে চায় রিয়াল মাদ্রিদ। সেজন্য টাকার অংক বাড়াতে বাড়াতে ১৮০ মিলিয়ন পর্যন্ত নিয়ে ঠেকিয়েছে লা লিগার ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮০০ কোটি টাকা।
এদিকে এমন বাজারে মাত্র ২৪ মিলিয়ন পাউন্ড বা ২৮ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮১ কোটি টাকা) বিক্রি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, এতটাই কম মূল্যে। বয়সটা ৩৬ বলেই কি?
রোনালদো আর ইতালির ক্লাব জুভেন্টাসে থাকছেন না। সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে তুরিন ছেড়েছেন পর্তুুগিজ যুবরাজ। তার নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগ। এসব জানা হয়ে গেছে আগেই।
তবে কোন ক্লাব, এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটিই রোনালদোকে দলে নিচ্ছে। তার জন্য নাকি আলাপ আলোচনাও চলছিল বেশ জোরেসোরে।
কিন্তু হঠাৎ বদলে গেছে হিসেব। সার্জিও আগুয়েরোকে হারিয়ে একজন ফরোয়ার্ড খোঁজা ম্যান সিটি আগ্রহ হারিয়ে ফেলেছে রোনালদোর ওপর। সিটি কোচ পেপ গার্দিওলা তো বলেই ফেললেন, ‘এখন যে অবস্থা, আমার দল নিয়ে খুশি। এই দলই থাকবে। সার্জিও চলে যাওয়ার কথা বাদ দিলে আমাদের একই দল রয়ে গেছে এবং আমরা জ্যাককে (গ্রিলিশ) পেয়েছি।’
গার্দিওলার এই কথাতেই স্পষ্ট, তার দলে আর এখন বাড়তি ফুটবলার দরকার নেই। তাই রোনালদোর কথাও ভাবছেন না তারা। আর এই সুযোগে অগ্রীম কথা পাকা করার পথে রোনালদোর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।