যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে । বাজারে আসতে শুরু করেছে পাকা কাঁচা কাঁঠাল । বাজারে রাজশাহী এলাকার কাঁঠালের চাহিদা থাকলেও এবার এর ব্যাতিক্রম ধর্মী , আবহাওয়া অনুকুলে থাকায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় এবার কাঁঠাল প্রচুর পরিমাণ হয়েছে । বাজারে এবার কাঁঠালের দামও ভাল । প্রতিপিচ কাঁঠাল বিক্রি হচ্ছে ১০০-২০০ টাকা ।
বেনাপোলের খান-এ – সবুর ভান্ডার এর মালিক সবুর বললেন , তিনি এবার কাঁঠালের বাগান কিনেছেন প্রতিদিন ৫-৬ কাঁঠাল পাইকারী বিক্রি করছেন । ঝিকরগাছা বাজারের খুচরা কাঁঠাল কিনতে এসে সাংবাদিক হাবিব জানান , তিনি এই বাজার থেকে গত সপ্তাহে ৮০ টাকা দিয়ে একটি পাকা কাঁঠাল কিনছিলেন খুবই মিষ্টি ও সু- স্বাধু হয়ে ছিল । আজকে আরেকটা কাঁঠাল কিনব । কাঁঠাল ব্যাসায়ী রমজান আলী তিনি ৩০ বছর মৌসুমে কাঁঠালের ব্যাবসা করেন । এসেছেন ঝিকর গাছা বাজারে কাঁঠাল কিনতে একহাজার কাঁঠাল ও কিনেছেন । তিনি বললেন , বাগের হাট বাড়ি বিক্রি করবেন নিজ এলাকায় । অন্যান্য জেলার থেকে যশোর জেলার কাঁঠাল সুমিষ্ট ও সুস্বাদু ।
যশোর জেলার কৃষক হামিদ ভাই বললেন, তার দুইটি কাঁঠাল গাছে প্রায় ২০০ শত কাঁঠাল ধরেছে , নিজে খাবেন ও বিক্রি করবেন ।কথা হলো কৃষক আতিয়ার রহমানের সাথে , তিনি বললেন কৃষির লক্ষমাত্রার চেয়ে এবার কাঁঠালের বাম্পার ফলন বেশী ।