যশোর টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিককভাবে নিরুপন হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পলাশ বলেন, মার্কেটের ব্যবসায়ীরা ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন কাপড় তুলেছিলেন। আগুনে ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।
স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর কবীর সুমন জানান, এ মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত প্রয়োজনীয় সহায়তা করা হবে।
স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা জানান, তাদের সর্বস্ব গেছে। ঈদ উপলক্ষেও তারা পোশাক তুলেছিলেন। ১৬টি দোকানের সব মালমালই পুড়ে গেছে।