যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে। সুতরাং, কোনো একটা নীতি নিয়ে কারও পুলকিত হওয়ার কোনো কারণ নেই। এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে, যারা নির্বাচনে বাধা দেবে।
রোববার (২৪ সেপ্টেম্বর), সচিবালয়ে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারেরর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ভিসা নীতির পর বিএনপি অনেক কথা বলছে। এগুলা বলে লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এই সম্পর্ক আরও ভালো হবে। যারা নির্বাচনে বাধা দেবে তাদের ওপর ভিসানীতি আসবে।
তিনি বলেন, আগামী নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে বিএনপি। যথা সময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক আসলে ঠিক আছে, না আসলে সমস্যা নেই। এ দেশ আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।