1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলিতে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক কিশোরীর ১৬তম জন্মদিনের পার্টিতে গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। এদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সময় গত শনিবার রাতে রাজ্যের ডাডেভিলে শহরের একটি নাচের স্টুডিওতে এই গুলির ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই কিশোর-কিশোরী।
নিহতদের মধ্যে স্থানীয় তারকা ক্রীড়াবিদ ফিল ডোডেলও রয়েছেন। আমেরিকান ফুটবল স্কলারশিপ নিয়ে তিনি জ্যাকসনভিলে স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন।
এই ঘটনার পর রোববার দুই দফায় সংবাদ সম্মেলন করেছেন আলাবামা আইন প্রয়োগ সংস্থার সার্জেন্ট জেরেমি বার্কেট। কে বা কারা গুলি চালিয়েছে, কেউ আটক হয়েছে কি না বা তদন্তকারীরা কোনো আলামত খুঁজে পেয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের নামও বলেননি তিনি।
এই ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র আইন আরও কঠোর করার ব্যাপারে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের দেশের কী হলো যে সন্তানেরা নির্ভয়ে কোনো জন্মদিনের পার্টিতেও যেতে পারবে না?’
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, এই গুলির ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এমন ১৬০টি ঘটনার মাইলফলকে পৌঁছাল, যেসব ঘটনার প্রতিটিতে চারজন বা তার বেশি গুলিবিদ্ধ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি