জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফের ইউক্রেনে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার যুদ্ধের ১০০তম দিনে জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানালেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার ১০০তম দিন পূর্তি উপলক্ষ্যে এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, আমি আবারো ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জানাই। যুদ্ধপীড়িত অঞ্চলে মানবিক সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক করিডর উন্মুক্তের আহ্বান জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ মানবাধিকারের অনাকাঙ্খিত লঙ্ঘন করেছে। যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য, জ্বালানি এবং অর্থ সংকট তৈরি হয়েছে। এতে বিশ্বের দুর্বল মানুষগুলো আক্রান্ত হচ্ছে।
গুতেরেস বলেন, জাতিসংঘ মানবিক প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংঘাত সমাধানে সমঝোতা এবং সংলাপ প্রয়োজন।জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধের বিবাদমান গোষ্ঠীগুলো যত দ্রুত কূটনীতিক প্রচেষ্টায় যুক্ত হবে- তত দ্রুত ইউক্রেন, রাশিয়া এবং বিশ্বের মঙ্গল হবে।