ক্ষীণ পরিসরে শুরু হওয়া ইউক্রেন সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। গেল বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধ পাঁচশ’তম দিনে প্রবেশ করলেও সংঘাত নিরসণে কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।
এরইমধ্যে স্নেক দ্বীপ ভ্রমণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেটিকে ইউক্রেনের প্রতিরোধের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি।
যুদ্ধের শুরু থেকেই কৃষ্ণ সাগরের স্নেক দ্বীপটি এখন পর্যন্ত আগলে রাখতে পেরেছে ইউক্রেনের সেনারা। যদিও রাশিয়ার বাহিনী বেশ ঘটা করেই দ্বীপটিতে থাকা ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছিল।
প্রথম দিকে দ্বীপটি রাশিয়া অবরুদ্ধ করে রাখলেও পরে এটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন।
যুদ্ধের পাঁচশ’তম দিনে সেই দ্বীপে গিয়েই এক ভিডিওতে জেলেনস্কি বলেছেন, ‘এটা বিজয়ের স্থান’, যা কখনো রাশিয়া পুনর্দলখ করতে পারবে না।
টেলিগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে জেলেনস্কি বলেছেন, এটা প্রমাণ করেছে ইউক্রেন প্রতি ইঞ্চি ভূমি আবারো রাশিয়ার সেনাদের কাছ থেকে ফেরত নেবেই।
জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধের পাঁচশ’তম দিনে এই বিজয়ের ভূমিতে দাঁড়িয়েই আমি আমাদের সেনাদের ধন্যবাদ দিতে চাই।’
সূত্র: বিবিসি