1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৫ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত ১৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশির ভাগই সোমরিক নাগরিক এবং অধিকাংশই নারী-শিশু।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ কথা বলেছে।
জাতিসংঘের হিসাবে, গত আট সপ্তাহের যুদ্ধে গাজার ১৭ লাখ বাসিন্দার দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজায় খাবার ও পানির সংকট চলছে। অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
এরই মাঝে উভয় পক্ষে ছয় দিনের যুদ্ধবিরতি চলে। কিন্তু এ যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে একে অন্যকে দায়ী করছে। যদিও নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন, চুক্তি হলেও যুদ্ধ চলবে।
এদিকে শনিবার তেল আবিবে ইসরাইয়েলর প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলসহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি